বিস্কুট আর চানাটুর সব বাড়িরই অতি প্রয়োজনীয় খাবার। চায়ের সঙ্গে যোগ্য জুড়ি বিস্কুট-চানাচুর
তবে বর্ষা আসলেই এই সব খাবার সহজে নেতিয়ে যায়। কিন্তু বর্ষাতেও কী ভাবে মুচমুচে রাখবেন বিস্কুট রইল টিপস
প্যাকেটে করে রাখলেও শুকনো কোনও স্থানে রাখুন। সব থেকে ভাল কাঁচ বা টিনের জার
বাজার থেকে সঙ্গে সঙ্গে এনে প্যাকেট কেটে ঢেলে দিন।
রাখতে পারেন ফ্রিজেও। এতে খাবার থাকে মুচমুচে
চানাচুর মিইয়ে গেলে ৬০ সেকেন্ড মাইক্রোওয়েভে ঘুরিয়ে নিন। গরম হয়ে যাবে