মোবাইল সিম তুলতে গেলে আধার মাস্ট, অনেক সংস্থা আধার নম্বর ছাড়া সিম দেয় না।
কিন্তু একই আধার নম্বর ব্যবহার করে ক’টি সিম কেনা যেতে পারে?
ভারতে সাধারণত একটি আধার নম্বর দিয়ে মোট 9টি সিম কার্ড কেনা যেতে পারে।
যে কেউ ওই নম্বর কাজে লাগিয়ে একাধিক সিম কিনতে পারে, অসামাজিক কাজও হতে পারে।
একটি আধারে কতগুলি নম্বর রয়েছে, তা জানতে https://tafcop.dgtelecom.gov.in ওপেন করুন।
নির্দিষ্ট কলামে নিজের মোবাইল নম্বর লিখলে ওই নম্বরে একটি OTP আসবে।
নম্বর দিয়ে Action ক্লিক করলেই কতগুলি নম্বর ওই আধারের সঙ্গে যুক্ত, তা জানা যাবে।