অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে থার্ড পার্টি অ্যাপ থেকে কল রেকর্ডিং পরিষেবা বন্ধ করেছে Google।

তবে এখনও অনেক উপায়ে কেউ আপনার কল রেকর্ড করতে পারে।

আপনার কল রেকর্ড করা হচ্ছে কি না, বুঝবেন কী করে?

ফোনে কথা বলার সময় যদি বারংবার বিপ সাউন্ড শুনতে পান, তবে সতর্ক হন।

যদিও এই ফিচারটি নির্দিষ্ট কিছু ফোন ছাড়া সব ফোনে কাজ করে না।

অনেক সময় ইউজ়াররা একটি বিপ সাউন্ড খুব জোরে শুনতে পান।

তাহলে বুঝে যান যে, কেউ আপনার কলটি রেকর্ড করছে।