হাঁটুর কালো দাগের কারণে শর্ট ড্রেস পড়তে লজ্জা বোধ করেন অনেকেই।
এই সমস্যাকে আপনি টমেটো রসেই দূর করতে পারবেন।
টমেটো হল বর্ণকে উজ্জ্বল করে তোলার সেরা উপাদান।
হাঁটুর কালো অংশে টমেটো ঘষুন।
কয়েক মিনিট ঘষার পর ভিজে কাপড় দিয়ে মুছে ফেলুন। এতেই কাজ হবে।
চালের গুঁড়োর সঙ্গে টমেটোর রস মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।
এই মিশ্রণটি দিয়ে হাঁটুর উপর ঘষলে কালো দাগ দূর হয়ে যাবে।