EPF অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করেছেন? না করে থাকলে 1 জুনের পর বিপদে পড়বেন।
আধার ও EPF লিঙ্ক করতে আপনাকে যেতে হবে e-SEWA পোর্টালে।
সেখানে UAN নম্বর দিয়ে লগইন করে পাসওয়ার্ড দিতে হবে।
এবার ম্যানেজ অপশনে গিয়ে KYC-তে ক্লিক করতে হবে।
নতুন একটি পেজে রিডিরেক্ট করা হবে, সেখানে আধার অপশনে ক্লিক করতে হবে।
সেখানে আধার নম্বর দিয়ে আপনাকে সেভ অপশনে ক্লিক করতে হবে।
আধারের সব তথ্য দেওয়া হয়ে গেলে UIDAI আপনার ডেটা ভেরিফাই করবে।
তারপরই আপনি KYC-র অ্যাপ্রুভাল পেয়ে যাবেন এবং EPF থেকে আধার লিঙ্ক করতে পারবেন।