হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত কথাবার্তা কেউ দেখতে পাবে না।

তার জন্য চ্যাট লক ফিচার ব্যবহার করবেন কীভাবে?

প্রথমে হোয়াটসঅ্যাপ কনট্যাক্টের প্রোফাইল সেকশনে যান।

স্ক্রল করে নীচে গিয়ে চ্যাট লক ফিচারে ট্যাপ করুন।

'লক দিস চ্যাট উইথ ফিঙ্গার প্রিন্ট' অপশনে ক্লিক করলেই চ্যাট লক হবে।

তবে চ্যাট লক ফিচার সব ইউজারদের জন্য উপলব্ধ হয়নি।

বিটা টেস্টাররাই বর্তমানে লক চ্যাট ফিচার ব্যবহার করতে পারছেন।