হলুদ গাঁদা ফুলের পাপড়িকে শুকনো করে তৈরি করে নিন হলুদ রঙ
নীল গুলমোহর ফুল বা নীল অপরাজিতা ফুলকে শুকনো করে মিক্সিতে পিষে নিলেই পেয়ে যাবেন সাধের নীল আবির
মেহেন্দি পাতা, পুদিনা পাতা, ধনে পাতা, নিম পাতাকে একসঙ্গে বেটে নিন! গাঢ় সবুজ রঙ পাবেন
লাল চন্দন ব্যবহার করতে পারেন লাল রঙের জন্য আর লাল আবিরের জন্য লাল জবা ফুলকে শুকনো করে পিষে নিন
এখন পলাশের সময় তাই কমলা রঙ পেতে ব্যবহার করুন শুকনো পলাশ ফুল