১  চামচ ভ্যাসলিন একটি পাত্রে নিয়ে মাইক্রোওয়েভে গলিয়ে নিতে হবে

প্রিয় রঙের আইশ্যা়ডোর খানিকটা তুলে নিন। এবার তা পেট্রোলিয়াম জেলির মধ্যে মিশিয়ে দিন

ভাল করে মিশিয়ে নিতে হবে যাতে কোনও দানা বেঁধে না থাকে

যদি মনে হয় রংটা আরেকটু গাঢ় চাই তাহলে সামান্য বেশি আইশ্যাডো মিশিয়ে নিন

ভাল করে মিশিয়ে নিতে হবে যাতে কোনও দানা বেঁধে না থাকে

হয়ে গেলে সারা রাত কোনও ঠান্ডা জায়গায় রেখে দিন। গলানো পেট্রোলিয়াম জেলি কিছুক্ষণের মধ্যেই ফের জমে যাবে