বাজারে যে সব মাউথওয়াশ পাওয়া যায়, সেগুলো ব্যবহারের পর লালা গ্রন্থির ক্ষরণ কমে যায়।
বাড়িতে মাত্র ৩টি উপাদান দিয়ে আপনি মাউথওয়াশ বানিয়ে নিতে পারেন।
বাড়ির তৈরি মাউথওয়াশে কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া নেই। বরং উপকার পাবেন।
২ কাপ জলে ৫টি লবঙ্গ ও ৫টি গোলমরিচ ফুটিয়ে নিন।
ব্যস তৈরি আপনার মাউথওয়াশ তৈরি। এই জল দিয়ে কুলকুচি করে নিলেই কেল্লাফতে।
দাঁত মাজার পর দিনে দু'বার এই মাউথওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিন।
এটি মুখের দুর্গন্ধ দূর করবে এবং ব্যাকটেরিয়া দূর করে দাঁত ও মাড়ির স্বাস্থ্য বজায় রাখবে।