চুল ভাল রাখতে জুড়ি মেলা ভার অ্যালোভেরা শ্যাম্পুর।
চুল নরম আর সফট রাখতে এই শ্যাম্পুর জুড়ি মেলা ভার
তবে এই শ্যাম্পু বাজার থেকে না কিনে বানিয়ে নিতে পারেন
অ্যালোভেরাতে রয়েছে ভিটামিন, এনজাইম, খনিজ পদার্থ, স্যালিসাইলিক ও অ্যামিনো অ্যাসিড সহ প্রায় ৭৫ রকম প্রয়োজনীয় উপাদান
অ্যালোভেরা গাছ থেকে পাতা কেটে টাটকা জেল বার করে নিন। একটি পাত্রে জল গরম করে তাতে তিন চামচ গ্লিসারিন বেসড মাইল্ড শ্যাম্পু মিশিয়ে নিন
শ্যাম্পু জলে ভাল করে গুলে গেলে তাতে অ্যালোভেরা জেল মেশান
এবার এতে ভিটামিন ই আর জোজোবা অয়েল মিশিয়ে নিন । এবার তা ঠাণ্ডা করে কাঁচের বোতলে ভরে রাখুন