ত্বকের জন্য টোনার খুবই উপকারী। এছাড়াও রোজকার রূপচর্চার অঙ্গ হল এই টোনার
নিয়মিত টোনার ব্যবহার করলে ত্বক হয় উজ্জ্বল
তবে ত্বক পরিষ্কার করে ধুয়ে নিয়ে তবেই টোনার ব্যবহার করুন
বাজারে নানা রকম টোনার পাওয়া গেলেও ত্বকের জন্য সবচাইতে ভাল হল অ্যালোভেরার টোনার
গোলাপজল আর ফ্রেশ অ্যালোভেরা জেল বের করে নিয়ে তা খুব ভাল করে মিশিয়ে নিতে হবে
এবার এই মিশ্রণে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন তৈরি টোনার
এছাড়াও গ্রিন টি বানিয়ে ঠান্ডা করে ওর মধ্যে খুব ভাল করে অ্যালোভেরা জেল মিশিয়ে নিয়েও বানিয়ে নিতে পারেন টোনার