প্রথমে আমলকীর রস বার করে নিন।

এবার একটি গ্লাসে আধ কাপ মতো আমলকির রস ঢালুন

এবার বাকি গ্লাসে পরিমাণ মতো জল মেশান।

এতে স্বাদ মতো বিটনুন ও গোলমরিচ গুঁড়ো মেশান।

আমলকীর কষাভাব দূর করার জন্য সামান্য মধু মিশিয়ে দিন।