অ্যান্টি-অক্সিডেন্টে পরিপূর্ণ আপেল ও দারুচিনির চা।

এই চা দিয়ে দিন শুরু করলে ভাল থাকবে আপনার হজম স্বাস্থ্য।

ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ উপযোগী আপেল ও দারুচিনির চা।

হৃদরোগের ঝুঁকি কমাতে নিয়মিত আপেল ও দারুচিনির চা পান করুন।

আপেল ও দারুচিনির চা রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে।

২ কাপ জল গরম করুন। তাতে ৪ কুচি আপেল ও ২টো দারুচিনির কাঠি ফেলে দিন।

মিশ্রণটি ৫ মিনিট ফুটিয়ে নিন। তৈরি আপনার আপেল ও দারুচিনির চা।