পুজোর দিনে গলা ভেজান কলার লস্যিতে।
এই লস্যিতে আদতে স্বাস্থ্যকর।
ব্লেন্ডারে এক কাপ টক দই ও একটা পাকা কলা নিন।
এর সঙ্গে আখরোট, ফ্ল্যাক্স সিড, তিলের বীজ মিশিয়ে নিন।
উপকরণগুলো একসঙ্গে ব্লেন্ড করে নিন।
শেষে এক চামচ মধু মিশিয়ে নিন।
পুজোর দিনে সুস্বাস্থ্য বজায় রাখতে এই লস্যি পান করতে পারেন।