প্রথমে শুকনো কড়াইতে ৫টি করে তেজ পাতা ও শুকনো লঙ্কা অল্প করে ভেজে তুলে নিন।

২টো দারুচিনি, ১টা জয়ত্রী, ১ চামচ লবঙ্গ, ৩টি স্টার অ্যানিস নিন।

১০টি ছোট এলাচ, ৩টি বড় এলাচ, ১ টেবিল চামচ গোটা গোলমরিচ নিন।

এই মশলাগুলো একসঙ্গে  শুকনো কড়াইতে ভেজে নিন। এই মশলাগুলো তুলে রাখুন।

১ টেবিল চামচ করে গোটা জিরে, গোটা ধনে, শাহি জিরে ও মৌরি নিয়ে শুকনো কড়াইতে ভেজে নিন।

এবার সমস্ত ভাজা মশলাগুলো মিক্সিতে গুঁড়ো করে নিন। এতে ১/২ চা চামচ করে হলুদ ও জয়ফলের গুঁড়ো মিশিয়ে দিন।

এই বিরিয়ানির মশলা শুষ্ক কাচের জারে ভরে রেখে দিন। সূর্যালোক থেকে দূরে রাখলে এই মশলা দীর্ঘদিন ভাল থাকবে।