১ কাপ তাজা ও ফ্রজেন ব্লুবেরি নিন।
মাঝারি আঁচে ব্লুবেরি, ১ চামচ চিনি মিনিট পাঁচেক নেড়ে সিরাপ বানিয়ে নিন।
একটি গ্লাসে ৪ চামচ ব্লুবেরি সিরাপ দিন।
এতে ৩ আউন্স জিন মেশান।
১২ আউন্স এতে টনিক ওয়াটার মিশিয়ে দিন।
বরফ দিয়ে ককটেলটা নেড়ে দিন।
উপর লেবুর টুকরো দিয়ে পরিবেশন করুন ব্লুবেরি জিন।