উপকরণ: ২ কাপ জল, ২ চামচ নারকেল তেল, ১ চিমটে দারচিনি গুঁড়ো, ২ চামচ মাখন, ১ চামচ কফি

জলে কফি পাউডার দিয়ে ভাল করে গরম করে নিন

এবার একটা বড় বাটিতে কফি ঢেলে ওর সঙ্গে নারকেল তেল, মাখন, দারচিনি গুঁড়ো মিশিয়ে নিন। সব খুব ভাল করে ব্লেন্ড করে নিতে হবে

বেশ ভাল মত ফেনা তৈরি না হওয়া অবধি ফেটাতে থাকুন

এই কফিতে কিন্তু দুধ মেশানো হয় না