পরিমাণ মতো ডিম, ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার, চিনি, মাখন সব একসঙ্গে মিশিয়ে নিন
পরিমাণ মতো বেকিং সোডাও মেশাবেন। সঙ্গে দু চামচ চিনিও মেশাতে পারেন
ভাল করে ফেটিয়ে নিয়ে অন্তত ২ ঘন্টা রাখুন
প্রেসার কুকারের তলায় নুন বা বালি দিয়ে লেয়ার করুন
৪৫ মিনিট থেকে ১ ঘন্টা সিমে রাখলেই তৈরি হয়ে যাবে কেক