প্রথমে ছানা তৈরি করে নিন।

ধনেপাতা, টমেটো, ক্যাপসিকাম, কাঁচালঙ্কা একসঙ্গে কুচিয়ে নিন।

ছানা, সবজিকুচি ও চালের গুঁড়ো একসঙ্গে মেখে নিন।

এতে স্বাদমতো নুন, চিনি ও সামান্য হলুদ দেবেন।

হাতের তালুর সাহায্যে ছানার ছোট ছোট বল বানিয়ে নিন।

ডুবো তেলে পকোড়াগুলো ভেজে নিন।

পুদিনার চাটনির সঙ্গে পরিবেশন করুন ছানার পকোড়া।