ডিম দিয়ে সাত তাড়াতাড়ি নানা রকম খাবার বানিয়ে নেওয়া যায়
এছাড়াও যখন খুশি তা খাওয়া যায়
ডিমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি
ব্রেকফাস্টে তাই অনেকেরই পছন্দ এই চিজ অমলেট
ডিম, এক চামচ দুধ, স্বাদমত নুন, গোলমরিচের গুঁড়ো আর সামান্য মাখন একসঙ্গে ভাল করে ফেটিয়ে নিন
প্যানে অয়েল ব্রাশ করে ডিম ঢেলে দিয়ে ঢাকা দিয়ে ভাপে হতে দিন
চিজের স্লাইস দিয়ে সাবধানে উল্টে নিলেই তৈরি চিজ অমলেট