সর্দি কাশির সমস্যা থেকে রেহাই পেতে সাহায্য করে দারুচিনি-মধুর চা
কীভাবে বানাবেন এই দারুচিনি-মধুর চা, দেখে নিন!
দারুচিনি-মধুর চা বানানোর জন্য প্রয়োজন দারুচিনির গুঁড়ো, মধু ও জল
প্রথমে জলে পরিমাণ মত দারুচিনির গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিন
দারুচিনি মিশ্রিত জলটা ফিল্টার করে তাতে মধু মিশিয়ে পান করুন