বারের মতো ককটেল বাড়িতে বানানো সোজা নয়। কিন্তু উপায় জানলে আপনিও পারবেন।
ককটেল বানাতে পছন্দের অ্যালকোহল, ফ্লেভার যোগ করতে হয় অন্যান্য উপাদান দিয়ে। আর প্রয়োজন হয় যন্ত্রপাতির।
হাতের কাছে রাখুন পেগ মেজারার। এতে অ্যালকোহল ও সিরাপের পরিমাণ মাপা হয়।
মাডলার ব্যবহার করুন। এতে লেবু, পুদিনা পাতা মতো উপাদান থেঁতো করতে কাজে লাগে।
শেকারের মধ্যে পরিমাণমতো অ্যালকোহল, সিরাপ ও অন্যান্য উপাদান নিয়ে নিন।
এবার ভাল করে শেকারটা ঝাঁকিয়ে নিন। এবার গ্লাসে ছাঁকনির সাহায্যে ককটেলটা ঢেলে দিন।
স্টারিংয়ের মাধ্যমে একটি নাড়িয়ে নিন পানীয়টা। বরফের কুচি দিয়ে পরিবেশন করুন ককটেল।