আজকাল বাড়িতে একফালি জায়গা পেলেই সুন্দর করে বাগান বানিয়ে নিচ্ছেন অনেকে

গাছের বাড় বাড়ন্তের জন্য সার তো প্রয়োজন

সেই সার না কিনে রান্নাঘরের বর্জ্য দিয়ে বানিয়ে নিতে পারেন বাড়িতেই

এই সার যেমন বিনামূল্যে পাবেন তেমনই পরিবেশবান্ধবও

১৪ ইঞ্চির গভীর গর্ত করে ওর মধ্যে শাক, সবজির ফেলে দেওয়া অংশ, ফলের খোসা, চা পাতা জমাতে থাকুন

প্রতি সপ্তাহে এই খোসা নাড়াচাড়া করে নিতে হবে

২-৩ মাস পর বর্জ্য থেকে শুকনো মাটির গন্ধ পেলেই বুঝবেন যে সার তৈরি হয়ে গিয়েছে