মুসুরির ডাল নুন আর হলুদ দিয়ে ভাল করে সেদ্ধ করে নিতে হবে
মুসুরির ডালের পরিবর্তে ছোলার ডাল দিয়েও পুর বানিয়ে নিতে পারেন। এরপর ডালের জল একেবারে শুকিয়ে নিতে হবে
আটাতে সামান্য নুন, চিনি আর সাদাতেল দিয়ে ভাল করে মিশিয়ে নিন
আটা খুব ভাল করে মেখে নিয়ে ১৫ মিনিট ঢেকে রেখে দিতে হবে
গোটা ধনে, এলাচ, লবঙ্গ, পানমৌরি, শুকনো লঙ্কা, জিরে শুকনো কড়াইতে রোস্ট করে নিতে হবে তারপর গুঁড়িয়ে নিন
কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি দিয়ে নেড়ে ডাল দিতে হবে। ভাল করে কফিয়ে শুকনো করে সামান্য চিনি আর গুঁড়ো মশলা মিশিয়ে নিতে হবে
এবার এই পুর লেচি কেটে ভিতরে পুরে ফেলুন। সুন্দর করে বেলে নিন। ছাঁকা তেলে ভেজে নিলেই তৈরি ডালপুরি