১:২ অনুপাতে বেসনের সঙ্গে হলুদের গুঁড়ো মিশিয়ে নিন। ব্যস তৈরি হলুদ আবির।

কিংবা গাঁদা বা হলুদ চন্দ্রমল্লিকার ফুল শুকিয়ে গুঁড়ো করে নিন। তৈরি ভেষজ হলুদ রং।

বিটের রসের সঙ্গে গোলাপ জল মিশিয়ে নিন। তারপর সেটা চালের গুঁড়ো সঙ্গে মিশিয়ে নিন। রোদে শুকিয়ে নিলেই গোলাপি রং তৈরি।

গোলাপ ফুলের পাপড়ি শুকিয়ে গুঁড়ো করে নিলেই গোলাপি রং পেয়ে যাবেন।

সবুজ রং তৈরি করতে পালং শাক বেটে গোলাপ জল ও কর্নফ্লাওয়ারের সঙ্গে ভাল করে মিশিয়ে নিন।

এবার এই কর্নফ্লাওয়ার রোদে ভাল করে শুকিয়ে নিন। কর্নফ্লাওয়ার মণ্ড হয়ে গেলে গুঁড়ো করে নিন। তৈরি সবুজ রং।

কর্নফ্লাওয়ারের সঙ্গে যে কোনও ফুড কালার মিশিয়ে আপনি দোলের জন্য রং বানিয়ে নিতে পারে।