লিচু খেয়ে খোসা ফেলে দিচ্ছেন? এবার বানিয়ে নিন ফেস স্ক্রাব।
লিচুর খোসা রোদে ভাল করে শুকিয়ে নিন। তারপর মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিন।
এই লিচুর খোসার গুঁড়ো আপনি এয়ার টাইট কৌটোতে ভরে সারাবছর সংরক্ষণ করতে পারেন।
লিচুর খোসার গুঁড়ো আপনার ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করবে।
লিচুর খোসার গুঁড়োর সঙ্গে চালের গুঁড়ি, অ্যালোভেরা জেল মিশিয়ে নিন।
এর সঙ্গে মিশিয়ে নিন ১ চামচ গোলাপ জল। তৈরি ফেস স্ক্রাব।
এই ফেস স্ক্রাব ত্বকে লাগিয়ে বৃত্তাকার গতিতে ঘষতে থাকুন।
২ মিনিট ঘষার পর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
সপ্তাহে একবার এই ফেস স্ক্রাব ব্যবহার করলে ত্বকের জেল্লা বেড়ে যাবে।