দু চামচ মেথিদানা আগের রাতে জলে ভিজিয়ে রাখুন একটা খোসা ছাড়ানো ছোট আলু গ্রেট করে নিন
এবার এই আলু চিপে রস বের করে নিতে হবে
এই আলুর রস, এক চামচ নারকেল তেল আর একটা ভিটামিন ই ক্যাপসুল একসঙ্গে মিশিয়ে নিন
মেথিদানা ভেজানো জল ভাল করে ফুটিয়ে নিন
তা ছেঁকে একটা বাটিতে রাখুন আর বাকি মেথি বেটে নিন
এবার মেথি, মেথির জল আর আলু রস একসঙ্গে মিশিয়ে দিন
মুখ ভাল করে ধুয়ে নিয়ে মুখে গোলাপ জল লাগিয়ে নিন
এবার এই ক্রিম মিশ্রণ মুখে ভাল করে লাগিয়ে নিন
শুকিয়ে গেলে গরম জলে একটা তোয়ালে ভিজিয়ে মুখ মুছে নিন