বাড়িতে বানিয়ে নিন রসুন তেল...রসুন তেলের জুড়ি মেলা ভার...রসুনের সঙ্গে লবঙ্গ গুঁড়ো করে মিশিয়ে নিন।এবার সসপ্যানে কয়েক ফোঁটা অলিভ অয়েল দিয়ে তা ভেজে নিন।৫-৮ মিনিটের জন্য গরম করুন।এবার ঠান্ডা হয়ে গেলে প্যানটি থেকে রসুন সমেত তেলটা তুলে এয়ারটাইট কৌটোতে ভরে রাখুন।