গ্রিন টি অনেকক্ষণ ধরে ফোটালে তেতো হয়ে যায়।
টি-স্ট্রেনারের মাধ্যমে গ্রিন টি তৈরি করুন।
টি-স্ট্রেনারে চা পাতা রাখুন এবং সেটা কাপে গরম জলে ডুবিয়ে রাখুন।
এছাড়াও গ্রিন টি ফোটানোর সময় এতে মশলা দিতে পারেন।
দারুচিনির কাঠি, গোলমরিচ গুঁড়ো ও স্টাস আনিস দিয়ে জল ফোটান।
এতে গ্রিন টি টি-স্ট্রেনার দিয়ে ডুবিয়ে রাখুন।
তারপর এতে সামান্য মধু মিশিয়ে পান করুন।