শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে হলুদের চা।

ঠান্ডা লাগার উপসর্গগুলোকে প্রশমিত করতে করে হলুদের চা।

হজমের সমস্যাকে প্রতিরোধ করতে হলুদের চা।

পেটের স্বাস্থ্যকে ভাল রাখতে সাহায্য করে হলুদের চা।

লিভারকে ভাল রাখতে নিয়মিত হলুদের চা পান করুন।

একটি সসপ্যানে জল গরম করে তাতে হলুদ, আদা ও গোলমরিচ দিয়ে দিন।

জল ফুটে উঠলে ছেঁকে নিয়ে মধু মিশিয়ে পান করুন হলুদের চা।