সাবান তৈরির জন্য প্রাথমিক যে উপকরণ তা অনলাইনেই পেয়ে যাবেন। দেখে শুনে ভেষজ বেস কিনে রাখুন
এবার একটা পাত্রে সাবানের বেস আর হাফ কাপ দুধ দিয়ে ঢিমে আঁচে নাড়তে থাকুন
সাবানের বেসটা না গলা পর্যন্ত ভালো করে নাড়তে থাকুন। বেস গলতে শুরু করলে তিন চামচ মধু মেশান
এবার সব মিশলে পছন্দসই সাবানের ছাঁচে সবটা ভরে ফেলুন
মিশ্রণ ঠান্ডা হয়ে জমলে সাবান বের করে নিন।