প্রথমে ৪-৫টি আমন্ড গুঁড়ো করে নিন।

সসপ্যানে দু'কাপ গরম জল করুন।

এতে ১টা দারুচিনির কাঠি, ১/৪ চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিন।

এতে মিশিয়ে দিন কয়েকটা জাফরান আর শুকনো গোলাপের পাপড়ি।

শেষে এতে আমন্ডের গুঁড়ো ও ২টো লবঙ্গ দিয়ে দেবেন।

সমস্ত উপকরণ দিয়ে ২-৩ মিনিট চা ফুটিয়ে নিন।

জল ফুটে উঠলে ছেঁকে নিয়ে পরিবেশন করুন কাশ্মীরি কাহওয়া।