শীতে সর্দি-কাশি খুব সাধারণ সমস্যা। সঙ্গে থাকে শারীরিক দুর্বলতা।

অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়ার কারণে গ্যাসের সমস্যাও দেখা দেয়।

যাবতীয় সমস্যা দূর করতে কেশর চা পান করতে পারেন।

কেশর চা পান করলে শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায়।

শীতের সকালে কেশর চা বাড়াতে পারে আপনার ত্বকের জেল্লা।

এক কাপ জল গরম করুন। এতে এক চিমটি কেশর ফেলে দিন।

কম আঁচে রেখে চা ফুটিয়ে নিন। মধু মিশিয়ে পান করুন কেশর।