গরমে গলা ভেজান কোকাম শরবতে!প্রথমে একটা গ্লাসে চিনি গুঁড়ো, বিট নুন, ভাজা জিরে গুঁড়ো নিনতাতে কোকাম সিরাপ দিয়ে দিনএরপর এতে মেশান লেবুর রসপরিমাণ মত ঠান্ডা জল দিয়ে ভাল করে নাড়িয়ে নিনবরফ কুচি দিয়ে পরিবেশন করুন কোকাম শরবত