ঘরে বসেই ঠোঁটের জন্য সুস্বাদু চিনির স্ক্রাব তৈরি করে ব্যবহার করতে পারেন

২ চামচ ব্রাউন সুগারের সঙ্গে ১ চামচ করে নারকেল ও মধু মিশিয়ে নিন

এটা ঠোঁটে আলতোভাবে বৃত্তাকারভাবে স্ক্রাব করুন

১-২ মিনিট অপেক্ষা করার পর হালকা গরম ও ভেজা নরম সুতির কাপড় দিয়ে মুছে ফেলতে হবে

এই স্ক্রাব তৈরি করে সংরক্ষিত করে রেখে দিতে পারেন। তাতে আপনি যে কোনও সময় ব্যবহার করতে পারবেন।