কী ভাবে বাড়িতেই বানাবেন মোকা টি

চকোলেট সিরাপ- ২ চামচ মিল্ক- ১/৩ কাপ ব্ল্যাক টি- ২/৩ কাপ হুইপড ক্রিম- ১/৪ কাপ

সসপ্যানে দুধ নিয়ে ওর মধ্যে চকোলেট সস দিয়ে ভালো করে নাড়তে থাকুন

ভাল করে গরম করবেন কিন্তু ফোটাবেন না

এবার ওই দুধের মধ্যে চা দিয়ে ভাল করে মিশিয়ে নিন

এবার তা কাপে ঢেলে নিন। উপর থেকে হুইপড ক্রিম আর চকোলেট পাউডার ছড়িয়ে দিন