ব্লিচ করালে ত্বকের উপর জ্বালাভাব, র্যাশ দেখা দেয়।
কিন্তু সান ট্যানকে ঢাকতে ব্লিচ সবচেয়ে বেশি কার্যকর।
তাই বাড়িতে ব্লিচ করুন প্রাকৃতিক উপায়ে। এতে ত্বকের জেল্লা আরও বাড়বে।
১ চামচ লেবুর রসের সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে নিন।
এতে ১ চামচ টক দই ও ২-৩ ফোঁটা আমন্ড অয়েল মিশিয়ে দিন।
প্রথমে মুখ ভাল করে পরিষ্কার করে নিন। কোনও ময়লা থাকা চলবে না।
এবার ব্লিচের মিশ্রণটি সারা মুখে ভাল করে লাগিয়ে নিন।
১৫-২০ মিনিট অপেক্ষা করুন। তারপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
মুখ ধুয়ে ময়েশ্চারাইজার মেখে নিন। এই ব্লিচ সান ট্যান দূর করে দেবে।