২ গ্লাস জলে ১ চামচ নিম ফুলের গুঁড়ো মিশিয়ে নিন।

এতে সামান্য আদা কুচি দিয়ে দিন।

এবার মিশ্রণটা ফুটিয়ে নিন।

নামানোর আগে সামান্য গোলমরিচের গুঁড়ো মেশাবেন।

এরপর গুড় মিশিয়ে পান করুন নিম ফুলের চা।