বাড়িতে লেমনেড পাউডার বানিয়ে নিলে রোজ লেবুর জল তৈরির ঝক্কি থেকে মুক্তি।

১ বাটি লেবুর রস, ২ বাটি চিনি আর নুন নিন স্বাদ অনুযায়ী।

প্রথমে লেবুর রস বের করে নিন। তারপর চিনিটা মিক্সিতে গুঁড়িয়ে নিন।

একটা বড় ট্রেতে চিনির গুঁড়ো ও নুন ছড়িয়ে দিন। তারপর উপর লেবুর রস ছড়িয়ে দিন।

এই মিশ্রণটি ৪-৫ দিন রোদে শুকিয়ে নিন। ব্যস তৈরি লেমনেড পাউডার।

এক গ্লাস হলে দু'চামচ লেমনেড পাউডার মিশিয়ে নিলেই হবে।

এই পাউডার আপনি ৩-৪ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।