এই কুকিজ তৈরির জন্য ওটসটা প্রথমে গুঁড়ো করে নিন।

মিক্সারে মাখন, ব্রাউন সুগার, ওটস গুঁড়ো, দারুচিনি নুন, বেকিং সোডা  ও ওটস নিন।

আঠালো ডো বানিয়ে নিন একটা।

মিশ্রণটি থেকে কুকিজের আকারে গড়ে মাইক্রোওভেনে ৮-১০ মিনিট বেক করে নিন।

ব্যস তৈরি আপনার স্বাস্থ্যকর ওটসের কুকিজ।