তৈলাক্ত স্কিন কিংবা ব্রনর সমস্যা থাকলে ওটমিলের ফেসপ্যাক কাম স্ক্রাব ব্যবহার করুন
একটি মিক্সারে কিছু ওটস নিয়ে গুঁড়ো করে নিন
তাতে এবার দুধ, মধু ও গোলাপ জল যোগ করে ভাল করে পেস্ট বানান
স্নানের আগে এই ফেসপ্যাক মুখে লাগিয়ে বেশ খানিকক্ষণ রাখুন
শুকিয়ে গেলে আলতো হাতে স্ক্রাব করে ধুয়ে ফেলুন