স্বাস্থ্যের কথায় মাথায় রেখে তৈরি করুন ওটসের মাফিন।

এর জন্য আগের রাত থেকে ওটস ভিজিয়ে রাখুন।

পরদিন সকালে ওই ভেজানো ওটসের সঙ্গে চিনি এবং নারকেল কোরা দিয়ে মিক্সিতে বেটে নিন।

এতে ক্রিম দিয়ে আরও একবার মিক্সিতে ঘুরিয়ে ঘন মিশ্রণ বানিয়ে নিন।

এবার মিশ্রণটি মাফিন তৈরির সিলিকনের পাত্রে ঢেলে নিন।

মাইক্রোওভেনে মিনিট পাঁচেক মতো বেক করে নিন।

উপর দিয়ে চকোলেট সস ও চকোলেট চিপস ছড়িয়ে পরিবেশন করুন ওটসের মাফিন।