গরমের দুপুর হোক বা সন্ধ্যা যে কোনও স্মুদি কিংবা শেক খেলে যে আরাম পাওয়া যায় তা চপ মুড়িতে ঠিক আসে না

যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে বাইরের ভাজাপোড়া একেবারেই খাওয়া ঠিক নয়

পরিবর্তে বাড়িতেই বানিয়ে নিন জুস, লস্যি, ঘোল এইসব

সব সময় ক্যাফেতে গিয়ে প্রিয় পানীয়তে গলা ভেজানোর সুযোগ থাকে না

ক্যাফের স্টাইলে সেই সব পানীয় এবার বানিয়ে নিন বাড়িতেই

ওরিও মিল্কশেক সকলেরই খুব প্রিয় আর এই গরমে তা শরীর-মনকে দারুণ আরাম দেয়

৭-৮টা ওরিও বিস্কুট, চিনি এক চামচ, চিলড দুধ দেড় কাপ একসঙ্গে খুব ভাল করে বিলেন্ড করে নিন। উপর থেকে ভ্যানিল আইসক্রিম, চকো স্টিক আর বিস্কুট সাজিয়ে পরিবেশন করুন