ওরাল রিহাইড্রেশন থেরাপির লক্ষ্য হল শরীরের তরলের মাত্রা পূরণ করা।

সাধারণত ডায়রিয়া, বমি বা অন্যান্য অবস্থার কারণে মাঝারি ডিহাইড্রেশনের চিকিত্সার জন্য ব্যবহৃত হয়।

অপুষ্টিতে আক্রান্ত শিশুরা আরও গুরুতর হয়। প্রায়শই ঘন ঘন ডায়রিয়ায় আক্রান্ত হয় তারা।

চিনি, নুন ও জল আর ১ লিটার পরিস্কার জল নিন। এই চারটি উপকরণেই তৈরি হবে ওআরএস।

৫ কাপ পরিশুদ্ধ জল, ৬ চা চামচ চিনি, আধ চা চামচ নুন একসঙ্গে মিশিয়ে ভাল করে নাড়তে থাকুন।

চিনি ও নুন জলে গুলে গেলে ১২ ঘণ্টার মত সংরক্ষণ করে রাখতে পারেন।

ডিহাইড্রেশন ও ডায়রিয়ার চিকিৎসার একটি সহজ, সুবিধাজনক এবং কার্যকর উপায় হল ওআরএস।