সুগন্ধী ব্যবহার করতে ভালবাসেন কমবেশি অনেকেই
গরমে এর চাহিদা বাড়ে আরও বেশ কিছুটা
তবে অনেকসময়ই সুগন্ধীর গন্ধ দীর্ঘক্ষণ থাকে না
চিন্তা নেই কিছু উপায় রয়েছে যার জন্য গন্ধ থাকবে অনেকক্ষণ
স্নান করে সুগন্ধী লাগান গন্ধ অনেকক্ষণ থাকবে
এছাড়া কানের পাশে লাগান পারফিউম
সুগন্ধী লাগিয়ে ঘষবেন না
সরাসরি ত্বকের উপর প্রয়োগ না করাই ভাল