সকালে তাড়াহুড়োর মধ্যে অফিসে যান? তাহলে অবশ্যই বানিয়ে নিন এই ওমলেট। বানাতে সময় লাগবে মাত্র ১ মিনিট
উপকরণ- ২ টো ডিম, পেঁয়াজ ১/৪ কাপ, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, অলিভ অয়েল, গোলমরিচের গুঁড়ো ও স্বাদমত নুন
সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিয়ে রেখে দিন ১০ মিনিট
এবার মাইক্রোওয়েভ প্রুফ মাগ নিয়ে ওর মধ্যে অয়েল গ্রিজ করে ডিমের গোলা ঢালুন
১৫-২০ সেকেন্ড ঘুরিয়ে নিলেই তৈরি ওমলেট। নামানোর আগে চিজ গ্রেট করে আরও ৫ সেকেন্ড ঘুরিয়ে নিন।
তৈরি ওমলেট। চা বানিয়ে বসে পড়ুন ব্রেকফাস্ট টেবিলে