রাত পোহালেই রাখি। তারপর দেশজুড়ে সম্প্রীতির উদ্দেশ্যে হবে রাখীবন্ধন উৎসব

রাখী পূর্ণিমার ৫ দিন আগে শুরু হয় ঝুলন। তাই এর নাম ঝুলন পূর্ণিমাও

ঝুলন পূর্ণিমার ৭ দিন পর হয় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী। শ্রাবণ মাসের এই পূর্ণিমাকে তাই বলা হয় রাখী পূর্ণিমা

তবে রাখি না কিনে বানিয়ে নিতে পারবেন বাড়িতেই। লাগবে মাত্র সামান্য কিছু উপকরণ

রাখী বানানোর নানা সরঞ্জাম পেয়ে যাবেন দশকর্মার দোকানেই। পুুঁথি, চুমকি, জরি, আঠা এসব আনলেই কাজ হয়ে যাবে। আনতে পারেন রেশম সুতোও

মাউন্ট বোর্ড থেকে গোল চাকতি কেটে নিন। এবার তারচরপাশে রঙিন সুতো পাকিয়ে ভরাট করুন। সুতোর উপর পছন্দমত চুমকি বসান

কাপড়ের নানা আকারের ফুল কিনতে পাওয়া যায় বাজারে। সেই ফুল আঠা দিয়ে পরপর জুড়ে আর ভিতরে স্টোন বসিয়েও রাখি বানিয়ে নিতে পারেন। এছাড়াও পছন্দের ফুল দিয়ে রাখি বানানো যায়