তাজা আঙুর কিনে এনে পড়ে আছে? পচে যাওয়ার আগে বানিয়ে নিন ফ্রোজেন গ্রেপ।
আঙুর বেশিদিন ফেলে রাখলে পচে যায়। তার চেয়ে আপনি ফ্রোজেন গ্রেপ বানিয়ে খেতে পারেন।
ফ্রোজেন গ্রেপ আপনার আঙুরকে তাজা রাখবে। পাশাপাশি খেতেও ভাল লাগবে।
আঙুর ধুয়ে নিয়ে বোঁটা ছাড়িয়ে নিন। বেকিং কাগজের উপর আঙুরগুলো ছড়িয়ে দিন।
আঙুরগুলি একটি অপরটির সঙ্গে লেগে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন।
তারপর ওই আঙুরগুলি কয়েক ঘণ্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিন।
কয়েক ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করুন ফ্রোজেন গ্রেপ।