গোলাপের মধ্যে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি ত্বকের জন্য দারুণ উপকারী।

সাধারণত ত্বকচর্চায় আমরা গোলাপ জল ব্যবহার করুন। গোলাপের ফেসপ্যাক কখনও ট্রাই করে দেখেছেন?

বসন্তের শুষ্ক ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেবে গোলাপের ফেসপ্যাক।

গোলাপের পাপড়ি নিয়ে বেটে নিন। কিংবা গোলাপের পাপড়ির পাউডারও ব্যবহার করতে পারেন।

এর সঙ্গে চন্দন গুঁড়ো, দুধের সর ও এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে দিন।

এবার এই ফেসপ্যাক ত্বকে লাগিয়ে ২০ মিনিট মতো রেখে দিন এবং ধুয়ে ফেলুন।

সপ্তাহে অন্তত তিনবার এই ফেসমাস্ক ব্যবহার করলেই তফাৎ নিজেই দেখতে পাবেন।