চা তৈরি করতে প্রয়োজন এলাচ, লবঙ্গ, দারুচিনি আর জাফরান।
দু'কাপ জল নিয়ে ওর মধ্যে সব উপকরণ নিয়ে ফুটতে দিন
জল ফুটে উঠলে পাঁচ মিনিট পর তা ছেঁকে নিন
চা ঠান্ডা হলে ওতে মিশিয়ে দিন মধু
ওপর দিয়ে আমন্ড গুঁড়ো ছড়িয়ে চা করুন জাফরানের চা